শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

নির্বাচনে হেফাজত কাউকে মনোনয়ন বা সমর্থন দেবে না -আল্লামা শাহ আহমদ শফী

রাজনীতির আড়ালে ইসলামকে টার্গেট করা হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে

আন্তর্জাতিক ডেস্ক : | প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

হেফাজতে ইসলামের আমীর হাটহাজারী মাদরাসার মহাপরিচালক ও প্রবীণ আলেমেদ্বীন আল্লামা শাহ আহমদ শফী বলেছেন, ইসলামের আক্বিদা-বিশ্বাস হেফাজত করা প্রত্যেক মুসলমানের কর্তব্য। আল্লাহ’র পবিত্র কোরআন ও রাসূল (সাঃ)-এর সুন্নাহর অনুসরণ ছাড়া মানবতার কল্যাণ নেই। হেফাজতে ইসলাম মুসলমানদের ঈমান-আক্বীদা ও তাহযীব-তামাদ্দুন সংরক্ষণে সর্বাত্মক ও আপোষহীন ভূমিকা পালন করে যাচ্ছে। কোনো রাজনৈতিক লক্ষ্য হেফাজতের নেই। কারো সঙ্গে আমাদের রাজনৈতিক স্বার্থভিত্তিক বন্ধুত্ব বা শত্রæতা নেই। কোন নির্বাচনে হেফাজত কাউকে মনোনয়ন বা সমর্থন দেবে না। রাজনৈতিক ইস্যুর আড়ালে ইসলামকে টার্গেট করা হলে সর্বস্তরের মুমিন-মুসলমান তথা নবীপ্রেমিক, ইসলামপ্রিয় জনতাকে সঙ্গে নিয়ে আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবো। গতকাল (শনিবার) নগরীর জমিয়তুল ফালাহ ময়দানে হেফাজতে ইসলাম আয়োজিত দু’দিনব্যাপী শানে রেসালত সম্মেলনের শেষ দিনে সভাপতির বক্তব্যে হেফাজত আমীর উপরোক্ত কথা বলেন।
হেফাজত আমীর বলেন, আল্লাহ ও তার রাসূল (সাঃ)’র অবমাননাকারী নাস্তিকদের শাস্তির বিধান কায়েম করা হলে নাস্তিক তৈরি হবেনা। বাংলাদেশের জমিনে ইসলামবিদ্বেষী নাস্তিকদের শাস্তির বিধান অবশ্যই প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। হেফাজত আমীর আরও বলেন, তাকওয়াভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্যে ব্যাপকভাবে কোরআন-হাদীসের শিক্ষার প্রসার ঘটাতে হবে। ঘরে ঘরে দ্বীনি শিক্ষার আলো পৌঁছে দিতে হবে। ইত্তিবায়ে সুন্নাহ্’র ওপর আমল করে চলতে পারে মতো হক্কানি আলেমদের দাওয়াতের যিম্মাদারি ব্যাপকভাবে আদায় করতে হবে। খোদাভীরু নেতৃত্ব সৃষ্টি হলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা হবে। অন্যায়-অবিচার ও অনাচার, ঘুষ ও দুর্নীতি, সন্ত্রাস ও নৈরাজ্য দূর হয়ে যাবে। সাম্য, ইনসাফ ও ন্যায় প্রতিষ্ঠিত হবে সমাজের সর্বস্তরে।
আল্লামা শফী বলেন, হেফাজতে ইসলাম একটি আধ্যাত্মিক ও আত্মসংশোধনমূলক সংগঠন। এটি সার্বজনীন অরাজনৈতিক একটি প্লাটফরম। মুসলমানদের ঈমান-আক্বীদা, সভ্যতা-সংস্কৃতি, ইসলামের বিধান ও প্রতীকসমূহের হেফাজত করার জন্যে মুসলমানদের সচেতন করে তোলা এবং ধর্মীয় ইস্যুতে শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক আন্দোলন অব্যাহত রাখা হেফাজত ইসলামের প্রধান লক্ষ্য। তিনি বলেন, দেশের কয়েকটি জাতীয় দৈনিক হেফাজতকে নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করে আলেম-ওলামা ও ধর্মপ্রাণ জনগণের মধ্যে বিবেদ সৃষ্টি করছে।
হেফাজত মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেন, ইসলাম এদেশের মাটির গভীরে প্রোথিত। যে কেউ এ দেশ থেকে ইসলামকে ফুৎকারে উড়িয়ে দেয়ার মতো বোকামী ও দুঃসাহসিকতার স্পর্ধা দেখালে হেফাজতে ইসলাম এ দেশের তৌহিদী জনতাকে সাথে নিয়ে সর্বময় তার মোকাবিলা করবে ইনশাআল্লাহ।
সম্মেলনে বক্তব্য রাখেন মাওলানা নুরুল ইসলাম ওলীপুরী, মাওলানা আজিজুল হক আল মাদানী, মাওলানা ড. আ ফ ম খালেদ হোসেন, মাওলানা মুফতি ফয়জুল্লাহ, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা মামুনুল হক, মাওলানা মুফতি মাহমুদ হাসান, হাফেজ মাওলানা মুহাম্মদ ফয়সাল, মাওলানা মুহাম্মদ সলিমুল্লাহ, মাওলানা মাহমুদ হাসান ফতেপুরী, মাওলানা মুফতি শাখাওয়াত হোসাইন, মাওলানা আশরাফ আলী নিজামপুরী, মাওলানা ইয়াকুব ওসমানী, মাওলানা মাহমুদুল হাসান গুনবী প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (10)
Add
মাহমুদ ২৬ নভেম্বর, ২০১৭, ৬:৩৯ এএম says : 0
বিষয়টি স্পষ্ট করার জন্য হুজুরকে ধন্যবাদ
Total Reply(0)
Add
মোঃ আঃ ওয়াহাব ২৬ নভেম্বর, ২০১৭, ১২:৫০ পিএম says : 0
হেফাজতে ইসলাম এর শক্তিশালী ঐক্য বিনষ্ট করা জন্য কিছু স্বার্থন্বেশী মহল রাজনৈতিক কলা দেখাচ্ছে। এ থেকে সবাইকে বর্তমান ও ভবিষ্যতে সাবধান থাকতে হবে।নয়ত এর খেশারত হেফাজতকেই দিতে হবে ।
Total Reply(0)
Add
Jahid ২৬ নভেম্বর, ২০১৭, ২:২৬ পিএম says : 0
হেফাজতকে দল ও ভোটের রাজনীতির উর্দ্ধে চিরস্থায়ী ঈমানী আধ্যাত্মিক সংগঠন হিসেবেই থাকতে দিন।
Total Reply(0)
Add
রশিদ ২৬ নভেম্বর, ২০১৭, ২:২৬ পিএম says : 0
আশা করি ঈমানী ও আধ্যাত্মিক এই আন্দোলন সাময়িক স্বার্থে বা ভয় ভীতি, প্রলোভনে হেফাজতে ইসলাম তার প্রতিষ্ঠাকালীন অঙ্গিকার থেকে সরে যাবে না।
Total Reply(0)
Add
MD MASUM KHANDAKAR ২৬ নভেম্বর, ২০১৭, ২:২৭ পিএম says : 0
হেফাজত ইমানী সংঘঠন।আশাকরি ইমান নষ্ট হবে এমন কাজ করবে না।
Total Reply(0)
Add
মো. মহিউদ্দিন ২৬ নভেম্বর, ২০১৭, ২:২৮ পিএম says : 0
আলেম উলামারা কশ্শিনকালেও বহু রক্তের বিনিময় ওরজিত হেফাজতে ইসলামকে বিক্রি করে দিতে পারে না
Total Reply(0)
Add
Babul ২৬ নভেম্বর, ২০১৭, ২:২৯ পিএম says : 0
কিছু টাকা, বাড়ি গাড়ি, সংসদে ২/৪ টি আসন, দুয়েকজন নেতার ক্ষণস্থায়ী পার্থিব স্বার্থের বিনিময়ে কোটি মানুষের ঈমানী প্লাটফরমকে কেউ বিক্রি করে দেবে, অন্তত হাটহাজারী হযরতের জীবদ্দশায় তা হতে পারে না।
Total Reply(0)
Helal Ahmed ২৬ নভেম্বর, ২০১৭, ২:৩০ পিএম says : 0
দেশের কোটি কোটি তৌহিদী জনতা বিগত আন্দোলনে যে নজিরবিহীন সমর্থন, দোয়া, ত্যাগ ও কুরবানী করেছে এর শুদ্ধতা ও পবিত্রতার সাথে কিছু ভ্রষ্ট লোকের হীন স্বার্থ ও লোভ লালসার রাজনীতি যায় না।
Total Reply(0)
Kamrul Hasan ২৬ নভেম্বর, ২০১৭, ২:৩২ পিএম says : 0
আল্লামা শাহ আহমদ শফী আল্লাহর একজন মকবুল বান্দা। তার প্রতি আমাদের পূর্ণ আস্থা রয়েছে। তিনি হেফাজতের প্রতিটি বিষয় ইলহামী ভাবে সিদ্ধান্ত নেন। সুতরাং ঈমানী ও আধ্যাত্মিক এই আন্দোলন সাময়িক স্বার্থে বা ভয় ভীতি, প্রলোভনে তার প্রতিষ্ঠাকালীন অঙ্গিকার থেকে সরে যাবে না।
Total Reply(0)
রুবেল ২২ নভেম্বর, ২০১৮, ১২:৩২ পিএম says : 0
কিন্তু আপনিতো আওয়ামীলীগের আঁচল ধরে আছেন ।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ